Tuesday, October 16, 2012

সবচেয়ে সহজ উপায়ে windows 7 কে windows 8 বানান

সবাইকে আমার শুভেছা জানাই। tunerpage এ এটাই আমার প্রথম পোস্ট। তাই ভুল হলে আসা করি আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন।
যাই হক এবার আসল কথাই আসা যাক।
tittle টা দেখেই হয়ত অনেকে বুঝতে পারছেন কি নিয়ে এই পোস্ট লিখা। তারপরও যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা কিন্তু খুব সহজ উপায়ে এটাকে উইন্ডোজ ৮ এ পরিনত করতে পারেন। তবে এতে আপনার অপারেটিং সিস্টেম এর কোন পরিবর্তন হবে না। শুধু ওউটলুক হিসাবে উইন্ডোজ ৮ কাজ করবে অনেকটা themes পরিবর্তন করলে যেমন হয়।
www.downloadcrew.com/article/25004-windows_8_transformation_pack
এখান থেকে ফাইল টা ডাউনলোড করুন। প্রায় ৫৮এমবি হবে।
এখান থেকে Windows 8 Transformation Pack 6.0 ফাইল টা ডাউনলোড করুন

এরপর জিপ ফাইলটা উনজিপ করে নিন এবং Windows 8 Transformation Pack 6.0.exe নামের ফাইল ওপেন করুন।
এখন নিচের ছবিটি অনুসরণ করুন।

এবার পুরপুরি ইন্সটল হলে আপনার পিসি টা restart হবে। তখন দেখুন আপনার পিসিটা উইন্ডোজ ৮ এ পরিনত হয়েছে।আপনি চাইলে আপনার পিসির properities দেখতে পারেন, তখন এটা এমন দেখাবে

আরও একটা ছবি দেখেনিতে পারেন

এতক্ষন কষ্ট করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কিছু ভুল করে থাকলে কমেন্টের
মাধমে জানান।

No comments:

Post a Comment