গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? আজকে হাজির হলাম মোবাইল এর একটি সফটওয়্যার নিয়ে ।
সেলফোন বেজে উঠলে প্রতিবার বোতাম
চেপে কল রিসিভ করতে হয়। তবে ইচ্ছা করলে সবুজ বাটন না চেপেও কল রিসিভ করা
যায়। ব্যাপারটি আবার স্বয়ংক্রিয় কিংবা যে কোনো বাটন চেপে কল রিসিভ নয়।
টাচ ফোন না হলেও সবুজ বাটন না চেপে কল এলে কানের কাছে ধরলেই রিসিভ হয়ে
যাবে কল। এজন্য প্রয়োজন হবে ক্ষুদে অ্যাপস ‘অটো হ্যালো’।
এই অ্যাপস
ইনস্টল করা থাকলে ফোন কল এলে তা বাটন টিপে রিসিভ করার দরকার হবে না।
অ্যাপসটি আকারে মাত্র ৩০.৩২ কিলোবাইট। ডাউনলোড করার পর সেলফোন অথবা কার্ড
মেমোরিতে অ্যাপসটি ইনস্টটল করে নিতে হবে। এরপর Settings অপশন থেকে
AutoStart অপশনটি নির্বাচন করে দিতে হবে। আবার বন্ধ করতে চাইলে পুনরায়
Settings অপশন থেকে Disable AutoStart অপশনটি বাছাই করতে হবে। নাকিয়ার
সিমবিয়ান এস ৬০ এর তৃতীয় সংস্করণের উপযোগী অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করা যাবে। অথবা এখান থেকে ডাউনলোড করে নিন।
No comments:
Post a Comment