অনেক দিন পরে টিউন করছি, হয়তো বা অনেকেই জানেন ড্রাইভ লক কি ভাবে করতে হয়। আবার অনেকেই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন। আর কোন সফটওয়্যার ব্যবহার না করেই আপনার প্রোয়োজনীয় ড্রাইভটি লক করে রাখতে পারেন। লক করার জন্য আপনাকে যা করতে হবে..
প্রথমে regedit ওপেন করুন।
এরপর HKEY_CURRENT_USER> Software> Microsoft> Windows> CurrentVersion> Policies> Explorer>
1. NAME: NoViewOnDrive
2. Type: DWORD
3. Value: 32-bit bitmask
ড্রাইভ Value বসাবেন গুন করে। যেমন:- A-1, B-2, C-4, D-8, E-16, F-32, G-64 এভাবে গুন করে আপনার Value বসান এরপর কম্পিউটার রিস্ট্রাট দিন। ব্যাস হয়ে গেল আপনার ড্রাইভ লক। আপনার তথ্য থাকলো নিরাপদে।
No comments:
Post a Comment