Tuesday, October 16, 2012

Privacy Eraser ছোট সফটওয়্যার হলোও কাজের সফটওয়্যার।

আজ আপনাদের আমন আক্টি সফটওয়্যার এর সাথে পরিচয় করি এ দেব সফটওয়্যার এর নাম  Privacy Eraser ।এই সফটওয়্যার দিয়ে আপনি  Internet Explorer, Mozilla Firefox, Google Chrome, AOL, Opera and MSN Explorer ইত্যাদি এর ভেত্র লুকানো password থাকে সেগুলো মুছে ফেলতে পারেনে এবং অনেক সময় অনেক সাইট এ ডোকেন সেখানে থেকে কুকি জমা হয় এগুলো ও মুছে ফেলতে পারেন এই সফটওয়্যার দিয়ে।
এরপর Microsoft Office, KaZaA, Real Player, Media Player and many others and Privacy Eraser (Pro) supported. হবেই।English এ বিস্তারিত অনেক বড় করে আসে তাই ওতো লিখা সম্ভব নয় তাই বলছি ।যারা জানেন না তারা বিস্তারিত দেখে নিবেন। বিস্তারিত এখানে। আর সব সময় বিস্তারিত দেখে ডাউনলোড করবেন।সফটওয়্যার সম্পরকে  না জেনে ডাউনলোড না করাই ভাল। তাই বিস্তারিত দেখে নিবেন। screenshot আছে নিচে দেখে নিবেন।আর সেটিং এ গিয়ে কিভাবে Automatic clean করবেন তা দেয়া আছে।
এর প্রধান বৈশিষ্ট্য:
• মুছুন মোজিলা ফায়ারফক্স এর ক্যাশ করা ফাইল।
• ফায়ারফক্স এর কুকিজ মুছুন।
• মুছুন ফায়ারফক্স Index.dat ফাইল।
• মুছুন উইন্ডোজ সাম্প্রতিক ডাটাবেজ।
• মুছুন উইন্ডোজ অস্থায়ী ডাইরেক্টরি ফাইল।
• মুছুন উইন্ডোজ MediaPlayer সাম্প্রতিক ফাইলের তালিকা
• আপনার হার্ড ড্রাইভে ফ্রি স্পেস!
• এটাতে আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।

সফটওয়্যার নামঃ Privacy Eraser Pro 9.20 Portable | 2.6 MB

Screenshot:


ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন।আর ফুরতিতে থাকবেন।
কেমন লাগল কমেন্ট এ জানাবেন।

No comments:

Post a Comment