Sunday, October 14, 2012

কম্পিউটারের টাস্কবারের START লেখার যায়গায় নিজের নাম লিখুন।


আমরা সাধারনত কম্পিউটারের টাস্কবারে START লেখাটি দেখি, এই লেখাটিকে আমরা যেকোন সময় যেকোন নামে রুপান্তর করতে পারি
এজন্য আপনাকে প্রথমে www.users.on.net/johnson/resourcehacker এই লিংক থেকে সফটয্যার টি ডাউনলোড করতে হবে
তারপর সফটয্যার টি ওপেন করে  নিচের পদ্ধতি অনুসরন করতে হবে-
File> Menu> open>c:\windows\explorer.exe ফাইলটি খুলুন। এবার বাম দিকের প্যানেল থেকে
string Table>37>1033>578 কলামে যান। তারপর start এর যায়গায় যে নামটি দেখতে চান সেটি (ধরুন MINHAJUL ) লিখুন তারপর complete script ট্যাবে ক্লিক করুন
আবার,

string Table>38>1033>595 কলামে যান। তারপর start এর যায়গায় যে নামটি দেখতে চান সেটি (ধরুন MINHAJUL )লিখুন তারপর complete script ট্যাবে ক্লিক করুন
তারপর file>save as গিয়ে যে নামটি লিখেছেন সেটা এবং explorer.exe (নামটি যদি MINHAJUL হয় তাহলে MINHAJULexplorer.exe )নামে save করুন
তারপর resource hacker সফটওয়্যার বন্ধ করুন
এবার START>RUN গিয়ে regedit টাইপ করে Enter চাপুন
এরপর HKEY_LOCAL_MACHINE\software\Micreosoft\WindowsNT\CurrentVersion\Winlogon যান ডান দিকে অনেকগুলো ফাইল দেখতে পাবেন তারমদ্ধে shell ফাইলটিতে ডবল ক্লিক করুন। এবার explorer এর যায়গায় যে নামটি লিখেছেন সেটা এবং explorer.exe লিখে ENTER চাপুন। এবার রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন
সবশেষে কম্পিউটার restart দিন
কাজগুলো খুব সাবধানে করেন

MD. MINHAJUL ISLAM

No comments:

Post a Comment