Monday, November 5, 2012

এক ফন্ট দিয়ে দেখুন সকল ওয়েবসাইট মাত্র 300 kb


কেমন আছেন সবাইআশা করি সবাই ভালো আছেন এখন পড়াশোনা থেকে কেনাকাটা সবই সম্ভব ইন্টারনেটে ,তাও আমাদের প্রানের ভাষা বাংলায় কিন্তু বিভন্ন ওয়েবসাইট তৈরি বিভিন্ন বাংলা ফন্ট দিয়ে আর সব ফন্ট আপনার হাতে না থাকায় , সামান্য কিছু কিলোবাইট এর একটি ফন্ট এর অভাবে আপনি বঞ্চিত হচ্ছেন আপনার প্রাপ্ত সেবা থেকে

Sunday, November 4, 2012

এবার নিজেই ভাইরাস ডিলিট করুন কোন Software ছাড়া


আজ আমি আপনাদের দেখাব কিভাবে ভাইরাস কে চিরতরে ডিলিট করা যায়। আর সবই হবে মাত্র কিলোবাইট এর ফাইল দিয়ে। এটি আপনার কম্পিউটার এর সকল প্রকার autorun.inf, autorun.ini, desktop.ini, new folder.exe ধরনের ভাইরাস কে চিরতরে ডিলিট করে দিবে
তাহলে আসুন কাজে নেমে পরা যাক
প্রথমে start menu থেকে all program যান।

Tuesday, October 16, 2012

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটি কৌশল

সবাই কেমন আছেন,আশা করি উপর আল্লাহর রহমতে ভালই আছেন।এখন আমি আপনাদের বলব কী করে কম্পিউটারের গতি বারানো যায়।
আমরা সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারের গতি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি যা অনেক সময় গতি না বাড়িয়ে উল্টো আর গতি কমিয়ে দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে।এই সমস্যার সমাধন হল সফটওয়্যার ব্যবহার না করেই গতি বাড়ানো।
খুব সহজেই সফটওয়্যার ছাড়া কম্পিউটারের গতি বাড়ানো যায়।
এজন্য প্রয়োজন শুধুমাএ Notepad এবং অবশ্যই উইন্ডোজ চালিত কম্পিউটার।
১। প্রথমে Notepad Open করে >>>>>>>>>এতে,Mystring=(80000000) লিখে ফাইলটি Ram.vbe নামে Desktop-এ Save করুন।
০২। এবার Start-এর Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER এর Control Panel এ Doubel Click করে এর Desktop-এ Single click করুন।
০৩। এবার ডান পাশে Desktop-এর Registry গুলো দেখতে পাবেন। সেখান থেকে MenuShowDelay খুজে বের করুন।এবং Double Click করেন।
০৪। এবার এর ‍string Editor আসবে।সাধারনত এর Value দেয়া থাকে 400। একে শূন করে দিন। এবার computer Restart করে Ram.vbe এ double click করুন। এটি আপনে start Up এ রেখে দিলে computer চালুর সাথে এটি চালু হবে। আর desktop এর এটি Hide করে রেখে দিন।
https://www.facebook.com/pages/Monlancer/375973959146705

Disable /hide করুন SHUTDOWN অপশনটি

https://www.facebook.com/pages/Monlancer/375973959146705আপনি ইচ্ছা করলে shutdown অপশনটি Disable /hide করতে পারেন.এমনকি Ctrl+Alt+Del এই অপশনটি ও disable হয়ে যাবে.আপনাকে অবশ্যই
administator হতে হবে সুতরাং শুরু করু

>>Click START button and type REGEDIT in Run option then press Enter fo
>>Here locate the location t

কম্পিউটার কত সময় চলছে তা জানুন খুব সহজে

উইন্ডোজ এক্সপি’তে আপনার কম্পউটার কত সময় ধরে চলছে তা জানার জন্য Start > Run এ ক্লিক করুন।



Run এ টাইপ করুন cmd ।

এবার আপনার ডেক্সটপকে রুপান্তরিত করুন Google Books এর বিশাল লাইব্রেরীতে!

আপনাদের সাথে আজ GooReader নিয়ে আলোচনা করবো। GooReader হলো একটি ডেক্সটপ এপ্লিকেশন যা দিয়ে আপনি গুগল এর সু-বিশাল বই এর লাইব্রেরীতে এক্সেস করতে পারবেন। এখানে খুঁজে পাবেন পৃথিবীর সব বিখ্যাত বইগুলো, আপনার পছন্দের বইগুলোকে নিয়ে তৈরি করতে পারবেন ভার্চুয়াল লাইব্রেরী। লাইব্রেরীতে বই যোগ করার পর আপনি বইগুলো পড়তে পারবেন, পারবেন কোন নিদ্দিষ্ট লেখাকে হাইলাইট করতে ও রিমার্কস লিখতে ।

মাউস অটো ক্লিকার (এবার আপনার মাউস ক্লিক করবে নিজে নিজে)


ইমেজ আকারে দেয়ার জন্য দুঃখিত।

Download


নিয়ে নিন নতুন Google Chrome Browser।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।আপনারা তো জানেন Google Chrome কাজ কি।তবে আর যাই Google Chrome browser অনেক ফাস্ট তবে নতুন Google Chrome browser আরোও ফাস্ট আমি নিজে Google Chrome ব্যাবহার করে।তবে firefox ও ভাল তবে firefox মাঝে মাঝে একটু ঝামেলা করে দেখেবেন।কিন্তু Google Chrome  কোন সময় ঝামেলা করে করে না।তার পরও Google এর browser ফাস্ট তো হবেই

হয়তো অনেকেই খুজছেন এই সফটওয়্যার সমাধানটা এখনি করে ফেলেন জিপি মডেম থেকে কল করার প্লাগিন ।

আমরা অনেকেই গ্রামীন ফোন এর ইন্টারনেট মোডেম ব্যাবহার করি। GP Internet Modem ব্যাবহার করার সময় আমাদের অনেক সময় Account Balance Check করার দরকার পরে। এবং অনেক সময় প্রয়োজনের সময় কল করার দরকার পরে। কিন্তু সমস্যা হল GP মোডেম এর Default সফটওয়ার এর সাথে এই Function গুলা থাকে না। তাই আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি।

মোবাইল কানের কাছে নিলেই রিসিভ হবে কল

গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? আজকে হাজির হলাম মোবাইল এর একটি সফটওয়্যার নিয়ে  ।
সেলফোন বেজে উঠলে প্রতিবার বোতাম চেপে কল রিসিভ করতে হয়। তবে ইচ্ছা করলে সবুজ বাটন না চেপেও কল রিসিভ করা যায়। ব্যাপারটি আবার স্বয়ংক্রিয় কিংবা যে কোনো বাটন চেপে কল রিসিভ নয়। টাচ ফোন না হলেও সবুজ বাটন না চেপে কল এলে কানের কাছে ধরলেই রিসিভ হয়ে যাবে কল। এজন্য প্রয়োজন হবে ক্ষুদে অ্যাপস ‘অটো হ্যালো’।